প্রিয় অভিভাবক, ডিসেম্বরে ভর্তি ও পরীক্ষার খরচের কারনে অক্টোবর এবং নভেম্বরের ফি চলতি মাসে(অক্টোবর ২৫) নিতে হচ্ছে; অতএব আপনার সন্তানের বকেয়ার বাহিরে দুই মাসের বেতন পরিশোধের বিনীত অনুরোধ রইলো।
লক্ষ্য ও উদ্দেশ্য

আলিয়া মাদরাসা ও দরসে নেজামী সিলেবাসের সমন্বয় সিদ্দীকিয়া নেসাবে পরিচালিত

কিতাবী যোগ্যতা ও সেরা ফলাফলের অপূর্ব সমন্বয়


মহান আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের (মাতুরিদী) আকীদায় ইলম-আমলে, লেবাসে/ পোষাকে প্রতিটি ছাত্রকে সৎ ও দক্ষ আলেমে রব্বানী ও দেশপ্রেমিক হিসেবে তৈরি করা।