প্রিয় অভিভাবক, ডিসেম্বরে ভর্তি ও পরীক্ষার খরচের কারনে অক্টোবর এবং নভেম্বরের ফি চলতি মাসে(অক্টোবর ২৫) নিতে হচ্ছে; অতএব আপনার সন্তানের বকেয়ার বাহিরে দুই মাসের বেতন পরিশোধের বিনীত অনুরোধ রইলো।

Academic Information

🟠 ০৮.০০ থেকে ০৮.৩০ = ক্লাসে এসে হাজিরা দিয়ে সকালের খাবার গ্রহণ।

🟠 ০৮.৩১ থেকে ০৯.৩০ = কুরআন ক্লাস। (হাফেজদের সুনানি, গায়রে হাফেজদের সূরা মুখস্থ করা এবং যাদের   তিলাওয়াত অশুদ্ধ তাদের শুদ্ধ করা)

🟠 ০৯.৩১ থেকে ১২.০০ = একাডেমিক ক্লাস।

🟠 ১২.০১ থেকে ১২.১৫ = টিফিনের বিরতি।

🟠 ১২.১৬ থেকে ০২.১৫ = একাডেমিক ক্লাস।

🟠 ০২.১৫ = যোহরের আজান

🟠  ০২.৩৫ = যোহরের জামাত।

🟠 ০২.৫০ থেকে ০৩.১৫ = দুপুরের খাবার খাওয়া।

🟠 ০৩.১৫ থেকে আছরের পূর্ব পযন্ত গোসল এবং বিশ্রাম।

🟠 আছরের আজান এবং নামাজ।

🟠 আছর থেকে মাগরিব = খেলাধুলা ও ব্যক্তিগত কাজ থাকলে তা করা।

🟠 মাগরিবের আজান, জামাত, জিকির এবং দোয়া।

🟠 মাগরিবের পর থেকে ০৯.০০ = কিতাব পড়ানো।

🟠 ০৯.০১ থেকে ০৯.৩০ = রাতের খাবার গ্রহন।

🟠 ০৯.৩১ থেকে ১০.৩০ = এশার আজান, জামাত, দোয়া এবং তালিম।

🟠 ১০.৩১ থেকে ১১.৩০ = কিতাব পড়ানো।

🟠 ১১.৩১  থেকে ফজরে পূর্ব পযন্ত ঘুমনো।

🟠 ফজরের আজান এবং জামাত।

🟠 ফজরের পর থেকে ০৭.৪৫ = ঘুমনো।

🟠 ০৭.৪৬ থেকে ০৭.৫৯ = ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয়া।

 

বি.দ্র. আছর থেকে মাগরিব পযন্ত এ সময় ছাড়া বাকি সবসময় শিক্ষক ছাত্রের সাথে থাকবে।