প্রিয় অভিভাবক, ডিসেম্বরে ভর্তি ও পরীক্ষার খরচের কারনে অক্টোবর এবং নভেম্বরের ফি চলতি মাসে(অক্টোবর ২৫) নিতে হচ্ছে; অতএব আপনার সন্তানের বকেয়ার বাহিরে দুই মাসের বেতন পরিশোধের বিনীত অনুরোধ রইলো।
দুটি কথা

আদর্শ জাতির জন্য চাই আদর্শ মানুষ। শিক্ষাই আদর্শ মানুষ গঠন করতে পারে। দেহ, মন ও আত্মার ধারাবাহিক উন্নতির নামই শিক্ষা। এর মাধ্যমেই মানুষ তার মনুষ্যত্ব খুঁজে পায়। এ শিক্ষাই মানুষকে অনৈতিক ও অশোভনীয় বিষয় থেকে বিরত রেখে কল্যাণ ও করণীয় বিষয়ের দিকে ধাবিত করে। তাইতো আল্লাহ তাআলা 'পড়' বলে সর্বপ্রথম ওহী নাযিল করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'প্রত্যেক মুসলমানের ওপর ইলম তথা শিক্ষা অর্জন করা ফরজ'। এজন্য গবেষকগণ বলেছেন, 'শিক্ষাই জাতির মেরুদণ্ড'। অর্থাৎ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে শিক্ষা দ্বারা প্রভাবিত করতে হবে। তাহলেই আমরা দুনিয়া ও আখিরাতে সহজে সফল হতে পারবো।

এ উদ্দেশ্যকে সামনে রেখে আলিয়া ও দরসে নেজামী শিক্ষার অপূর্ব সমন্বয়ে 'দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ' এর পথ চলা। বোর্ড পরীক্ষায় সেরা ফলাফল ও কিতাবাদীর গভীর বুঝকে একত্র করাই আমাদের দৃঢ় ইচ্ছা। আমরা সিদ্দীকিয়া নেসাবের মাধ্যমে মাত্র চার বছরে আরবি ভাষা কোর্সসহ কুরআন, হাদীস ও কুদুরীর দাওরা কোর্স চালু করেছি। আরবি ভাষা ছাড়া আরও তিনটি বিষয় এখানে পড়ানো হবে।

🔶পুরো কোরআনের অনুবাদ, তাহকীক, তারকীব, শানে-নুযূল, আয়াতসমুহের মুনাসাবাত, উজ্হ, ফিকাহ ও আকিদা।

🔶কুতুবে সিত্তাহ, মুসনাদে আহমাদ, সুনানে দারামি ও মুআত্তায়ে মালেকের ৬৫০০০ হাদীসের নাহবী-সরফী বিশ্লষণসহ ব্যাখ্যা।

🔶 ৩৯৭৮টি প্রশ্নের মাধ্যমে কুদুরী কিতাবের পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত দরস।

আল্লাহ তাআলা তাওফীক দান করুন। আমীন।